Header Ads

Header ADS

Exam notice of anti corruption commission 2019


দূর্নীতি দমন কমিশনের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী, আসন বিন্নাস ও প্রবেশ পত্র ডাউনলোড






Exam notice of anti corruption commission 2019
Exam notice of anti corruption commission 2019



দূর্নীতি দমন কমিশনের কনস্টেবল ও ডেসপাচ রাইডার পদের পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্নাস প্রকাশিত হয়েছে।





পরীক্ষার তারিখ : ১৩/১২/২০১৯ 

পরীক্ষার সময়:  ১০.০০ টা হতে ১১.০০ টা


কনস্টেবল পদের আসন বিন্নাস: 

১. ইডেন মহিলা কলেজ, ঢাকা------- রোল নং ১৫০০০০০১ হতে ১৫০০৭০০০ পর্যন্ত  ( ৭০০০ জন ) ।


২. উইলস্ লিটিল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ-------রোল নং ১৫০০৭০০১ হতে ১৫০১২০০০ পর্যন্ত  ( ৫০০০ জন ) ।


৩. তেজগাঁও সরকারি ( বালক ) উচ্চ বিদ্যালয়, ঢাকা------রোল নং ১৫০১২০০১ হতে ১৫০১৪৫০০ পর্যন্ত  ( ২৫০০ জন ) ।


৪. তেজগাঁও কলেজ, ফার্মগেট , ঢাকা---১৫০১৪৫০১ হতে  ১৫০২২৫৭২ পর্যন্ত  ( ৮০৭২ জন ) ।


৫. সেগুন বাগিচা হাই স্কুল এন্ড কলেজ, ২৬/১, তোপখানা রোড, ঢাকা----১৫০২২৫৭৩হতে  ১৫০২৪৪০৪ পর্যন্ত  ( ১৮৩২ জন ) ।




ডেসপাচ রাইডার পদের আসন বিন্নাস: 


১. সেগুন বাগিচা হাই স্কুল এন্ড কলেজ, ২৬/১, তোপখানা রোড, ঢাকা----১৬০০০০০১ হতে  ১৬০০০৩৬৮পর্যন্ত  ( ৩৬৮ জন ) ।


দুটি পদে মোট পরীক্ষা দিবেন ২৪৭৭২ জন পরীক্ষার্থী ।



প্রবেশ পত্র ডাউনলোডের উপায়:

প্রবেশ পত্র ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন : http://acc.teletalk.com.bd/admitcart.php

তার পর আপনার সামনে নিচের ইন্টারফেসটি আসবে।




Exam notice of anti corruption commission 2019
Exam notice of anti corruption commission 2019




এর পর আপনি আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দিয়ে submit বাটনে ক্লিক করে খুব সহজে আপনার প্রবেশ পত্রটি ডাউনলোড করে নিতে পারবেন।



মূল নোটিস টি নিচেয় দেওয়া হল-


Exam notice of anti corruption commission 2019
Exam notice of anti corruption commission 2019


প্রবেশ পত্র ডাউনলোড করতে বা অন্য কোন সমস্যা হলে কমেন্টস করে জানাতে পারেন। আমরা আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো।

আপডেট নোটিস গুলো মিস না করতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ-- facebook.com/banglaserver24

No comments

Powered by Blogger.