Bangladesh Atomic Energy Commission releases new recruitment notification in various posts
Bangladesh Atomic Energy Commission releases new recruitment notification in various posts |
বাংলাদেশ
পরমাণু শক্তি কমিশন এ বিভন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ।। Bangladesh Atomic Energy Commission Releases New Recruitment Notification in Various Posts
বাংলাদেশ
পরমাণু শক্তি কমিশন বিভন্ন পদে নতুন নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশ কারেছে। আপনি যদি পরমাণু শক্তি কমিশনে চাকরি খুজে থাকেন তবে এই নিয়োগটি
আপনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে। এ ক্ষেত্রে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
আপনার বয়স হতে হবে অনুর্ধ ৩০ বছর। নারী পুরুষ
উভয় এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগে উল্লেখিত যোগ্যতা যদি আপনা থাকে তবে আপনি
চাইলে এখানে আবেদন করে আপনার কেরিয়ার গড়তে পারেন। তবে শিক্ষা ক্ষেত্রে কোন তৃতীয় বিভাগ
গ্রহন করা হবে না।
আবেদনপত্র
পাঠনোর শেষ সময় : ২৫ মার্চ ২০২০।
নিয়োগের বিস্তারিত :
প্রতিষ্ঠানের
নাম : বাংলাদেশ পনমাণু শক্তি কমিশন।
মোট পদের
সংখ্যা : ৯টি।
আবেদন পদ্ধতি।
অফলাইন।
চাকরির ধরন
: অস্থায়ী।
আবেদন ফী
: ৫০০ টাকা।
১. পদের নাম
: সায়েন্টিফিক অফিসার
বেতন স্কেল
: ২২০০০-৫৩০৬০
পদের সংখ্যা
: ৩ টি
২. পদের নাম
: ইঞ্জিনিয়ার
বেতন স্কেল
: ২২০০০-৫৩০৬০
পদের সংখ্যা
: ১ টি
৩. পদের নাম
: মেডিকেল অফিসার
বেতন স্কেল
: ২২০০০-৫৩০৬০
পদের সংখ্যা
: ৪ টি
৪. পদের নাম
: সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বেতন স্কেল
: ১৬০০০-৩৮৬৪০
পদের সংখ্যা
: ১ টি
কিভাবে আবেদন করবেন ?
আপনি যদি
উক্ত পদের জন্য যোগ্য হয়ে থাকেন তবে অফিসের ওয়েভসাইট www.baec.gov.bd
থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে তার পর আবেদন করা যাবে। আবদন ফর্ম সঠিক ভাবে
পূরণ করতে হবে। কারন অসম্পূর্ন বা ভুল আবেদন গ্রহনযোগ্য নয়। সেটি বাতিল বলে গন্য হবে।
তাই সময় নিয়ে সতর্কতার সাথে আবেদন পত্র পূরন করুন। যেহেতু ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের
মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে তাই যথেস্ট
সময় হাতে নিয়ে ব্যাংকে ৫০০ টাকা আবেদন ফী জমা দিয়ে আবেদন করুণ। শেষ সময়ের জন্য অপেক্ষা
না করে আজ ই আবেদন করুণ। আবেদনপত্র পাঠানোর শেষ সময় এর অন্তত ৭ দিন আগে আবেদনপত্র পাঠিয়ে
দিন। যেহেতু ডাক অথবা কুরিয়ারে পাঠাতে হবে তাই অনেক সময় আবেদনপত্র পৌছাতে বিভিন্ন সমস্যা
হতে পারে। তাই আগে পাঠানোই ভালো। আবেদনের সকল শর্ত পূরণ করে সঠিক সময়ের মধ্যে আবেদন কার্য শেষ করুণ।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর নিয়োগ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর নিয়োগ বিজ্ঞপ্তি :
Bangladesh Atomic Energy Commission releases new recruitment notification in various posts |
আমাদের ওয়েভসাইট বাংলা সার্ভার এ নিয়মিত সরকারি চাকুরি, বেসরকারি চাকুরি, চাকরির পরীক্ষা ও অন্যান্য সকল পরীক্ষার সময় ওফল প্রকাশ ইত্যাদি সম্পর্কে আপডেট নিউজ দেওয়া হয়। এসব আপডেট নিউজ গুলো মিস না করতে চাইলে নিয়মিত আমাদের ওয়েভসাইটে ভিজিট করুন। আমাদের ফেসবুক পেজেও নিয়মিত আপডেট দেওয়া হয় । তাই আপডেট নিউজ গুলো মিস না করতে চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন। আমাদের ফেসবুক পেজ facebook.com/banglaserver24 .
No comments